Album: Aha Aji E Basante
Singer: Barnali Biswas Shanta
Music: Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore
Label: ThinkTrek
Released: 2016-03-05
Duration: 03:20
Downloads: 9313
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি
বাজে, এত পাখি গায় আহা, আজি এ বসন্তে এত
ফুল ফুটে এত বাঁশি বাজে, এত পাখি গায় আহা,
আজি এ বসন্তে সখীর হৃদয় কুসুমকোমল কার অনাদরে আজি
ঝরে যায় কেন কাছে আসো, কেন মিছে হাসো কাছে
যে আসিত সে তো আসিতে না চায় আহা, আজি
এ বসন্তে সুখে আছে যারা সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায় তারা দেখেও দেখে
না তারা বুঝেও বুঝে না তারা দেখেও দেখে না
তারা বুঝেও বুঝে না তারা ফিরেও না চায় আহা,
আজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে,
এত পাখি গায় আহা, আজি এ বসন্তে