Album: Aj Dujonar Duti Poth Ogo
Music: Kamal Ahmed, Hemanto Mukherjee
Lyrics: Gouriproshonno Mazumder
Label: Music of Bengal
Released: 2023-10-01
Duration: 03:51
Downloads: 1456
আজ দু′জনার দু'টি পথ ওগো দু′টি দিকে গেছে বেঁকে
আজ দু'জনার দু'টি পথ ওগো দু′টি দিকে গেছে বেঁকে
তোমার ও পথ আলোয় ভরানো জানি আমার এ
পথ আঁধারে আছে যে ঢেকে আজ দু′জনার দু'টি
পথ ওগো দু′টি দিকে গেছে বেঁকে সেই শপথের
মালা খুলে আমারে গেছ যে ভুলে সেই শপথের মালা
খুলে আমারে গেছ যে ভুলে তোমারেই তবু দেখি
বারে বারে আজ শুধু দূরে থেকে আমার এ পথ
আঁধারে আছে যে ঢেকে আজ দু'জনার দু′টি পথ
ওগো দু'টি দিকে গেছে বেঁকে আমার এ কূল
ছাড়ি তব বিস্মরণের খেয়া ভরা পালে অকূলে দিয়েছি পাড়ি
আমার এ কূল ছাড়ি তব বিস্মরণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি আজ যতবার দীপ জ্বালি আলো
নয়, পাই কালি আজ যতবার দীপ জ্বালি আলো নয়,
পাই কালি এ বেদনা তবু সহি হাসিমুখে নিজেরে
লুকায়ে রেখে আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে
আজ দু′জনার দু'টি পথ ওগো দু'টি দিকে গেছে
বেঁকে আজ দু′জনার দু′টি পথ ওগো দু'টি দিকে গেছে
বেঁকে