Album: Aki Maya
Singer: Rezwana Choudhury Bannya
Music: Rabindranath Tagore
Label: Motion Media
Released: 2017-04-17
Duration: 03:01
Downloads: 1858
একি মায়া, লুকাও কায়া জীর্ণ শীতের সাজে আমার সয়
না, সয় না, সয় না প্রাণে কিছুতে সয় না
যে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আজ আপন
ভুবন-মাঝে আমার সয় না, সয় না, সয় না প্রাণে
কিছুতে সয় না যে একি মায়া বুঝতে না′রি
বনের বীণা তোমার প্রসাদ পাবে কিনা হিমের হাওয়ায় গগন-ভরা
ব্যাকুল রোদন বাজে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি
আজ আপন ভুবন-মাঝে আমার সয় না, সয় না, সয়
না প্রাণে কিছুতে সয় না যে একি মায়া
কেন মরুর পারে কাটাও বেলা রসের কাণ্ডারী লুকিয়ে
আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারী কেন মরুর পারে কাটাও
বেলা রসের কাণ্ডারী লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারী
রিক্তপাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে শূন্য
সভা, মৌন বাণী, আমরা মরি লাজে কৃপণ হয়ে হে
মহারাজ রইবে কি আজ আপন ভুবন-মাঝে আমার সয় না,
সয় না, সয় না প্রাণে কিছুতে সয় না যে
একি মায়া