Album: Amaar Gohin Ganger
Singer: Nashid Kamal
Music: Bhawaiya
Label: Motion Media
Released: 2017-05-21
Duration: 05:41
Downloads: 1870
আমার গহিন গাঙের নাইয়া আমার গহিন গাঙের নাইয়া
তুমি অফর বেলায় নাও বাইয়া যাওরে- তুমি অফর বেলায়
নাও বাইয়া যাওরে- ও দরদী, কার বা পানে বা
চাইয়া গো আমার গহিন গাঙের নাইয়া আমার গহিন
গাঙের নাইয়া ভাটির দ্যাশের কাজল মায়ায় ভাটির দ্যাশের
কাজল মায়ায় পরাণডা মোর কাইন্দা বেড়ায়রে- ওরে, আবছা
মেঘে হাতছানি দ্যায় আবছা মেঘে হাতছানি দ্যায় কে জানি
মোর সয়া রে আমার গহিন গাঙের নাইয়া আমার
গহিন গাঙের নাইয়া ওই না গাঙের আগের বাঁকে
আমার বধূর দ্যাশ কলাবনের বাউরি বাতাস দোলায় মাথার ক্যাশ
রে, বন্ধু দোলায় মাথার ক্যাশ কইয়ো খবর তাহার
লাইগা কইয়ো খবর তাহার লাইগা কাইন্দা মরে এই অভাইগারে
ও তার ব্যথার দেওয়া থাইকা থাইকা ব্যথার দেওয়া
থাইকা থাইকা ঝরে নয়ন বাইয়া রে আমার গহিন
গাঙের নাইয়া আমার গহিন গাঙের নাইয়া তুমি অফর
বেলায় নাও বাইয়া যাওরে- তুমি অফর বেলায় নাও বাইয়া
যাওরে- ও দরদী, কার বা পানে বা চাইয়া গো
আমার গহিন গাঙের নাইয়া আমার গহিন গাঙের নাইয়া
আমার গহিন গাঙের নাইয়া আমার গহিন গাঙের নাইয়া