Album: Amar Moner Ghare
Singer: Mita Chatterjee
Music: Debjit
Lyrics: Tarun Singha
Label: Ekta Atlantis Music
Released: 2017-12-20
Duration: 03:50
Downloads: 67269
ও, আমার মনের ঘরে সিঁধ কেটেছে চোরে ও, আমার
মনের ঘরে সিঁধ কেটেছে চোরে সে রসিক চোরকে আমি
ধরবো কেমন করে? সে রসিক চোরকে আমি ধরবো কেমন
করে? ধরবো কেমন করে? ও, আমার মনের ঘরে
সিঁধ কেটেছে চোরে ও, আমার মনের ঘরে সিঁধ কেটেছে
চোরে সে রসিক চোরকে আমি ধরবো কেমন করে? সে
রসিক চোরকে আমি ধরবো কেমন করে? ধরবো কেমন করে?
ও, আমার মনের ঘরে সিঁধ কেটেছে চোরে ও,
আমার মনের ঘরে সিঁধ কেটেছে চোরে এ চুরির
ধরন এমন, যায় না চোখে দেখা শুধু তা বুঝতে
পারে, লাগে যে বড়োই একা এ চুরির ধরন এমন,
যায় না চোখে দেখা শুধু তা বুঝতে পারে, লাগে
যে বড়োই একা পুলিশও পারবে না এ চোরকে দিতে
ধরে পুলিশও পারবে না এ চোরকে দিতে ধরে চোরকে
দিতে ধরে ও, আমার মনের ঘরে সিঁধ কেটেছে
চোরে ও, আমার মনের ঘরে সিঁধ কেটেছে চোরে
জানি সে রসের সাগর আমারই নাগর হবে আমার এ
মনের কাছে ধরা যে দিলে তবে জানি সে রসের
সাগর আমারই নাগর হবে আমার এ মনের কাছে ধরা
যে দিলে তবে জানি না সে অন্য কোথাও পড়লো
কি না সরে জানি না সে অন্য কোথাও পড়লো
কি না সরে পড়লো কি না সরে ও,
আমার মনের ঘরে সিঁধ কেটেছে চোরে ও, আমার মনের
ঘরে সিঁধ কেটেছে চোরে সে রসিক চোরকে আমি ধরবো
কেমন করে? সে রসিক চোরকে আমি ধরবো কেমন করে?
ধরবো কেমন করে? ও, আমার মনের ঘরে সিঁধ
কেটেছে চোরে ও, আমার মনের ঘরে সিঁধ কেটেছে চোরে
ও, আমার মনের ঘরে সিঁধ কেটেছে চোরে, হায়