Album: O Sangi
Singer: Mita Chatterjee
Music: Samaj Kumar
Lyrics: Pallan Ayin
Label: Ekta Atlantis Music
Released: 2018-01-16
Duration: 05:11
Downloads: 227442
ও সঙ্গী, ও সঙ্গী ও সঙ্গী, ও সঙ্গী
শোনো না কি এ বাহারে মিলনের সুরে সুরে ভালোবাসা
ডাকে বারে বারে সুখেরই ছোঁয়াতে আমাকে রাঙাতে পারো যদি
এসো একবার তুমি যে আমার ওগো, তুমি যে
আমার তুমি যে আমার ওগো, তুমি যে আমার
ও সঙ্গী, ও সঙ্গী ও সঙ্গী, ও সঙ্গী
উদাসী হাওয়ায় গোধূলি বেলায় তোমাকে এ মন পেতে চায়
কী ক্ষতি যদি হৃদয়ের নদী মোহনায় মিশে যেতে চায়
প্রেমেরই বাঁধনে আমাকে জড়াতে পারো যদি এসো একবার
তুমি যে আমার ওগো, তুমি যে আমার তুমি
যে আমার ওগো, তুমি যে আমার ও সঙ্গী,
ও সঙ্গী ও সঙ্গী, ও সঙ্গী চাঁদের আলোয়
ভাবনা রঙে তোমার ছবি এঁকে যাই মনের খাতায়, স্মৃতির
পাতায় তোমার কথা লিখে যাই সোহাগের পরশে আমাকে
দোলাতে যদি পারো এসো একবার তুমি যে আমার
ওগো, তুমি যে আমার তুমি যে আমার ওগো, তুমি
যে আমার ও সঙ্গী, ও সঙ্গী ও সঙ্গী,
ও সঙ্গী শোনো না কি এ বাহারে মিলনের
সুরে সুরে ভালোবাসা ডাকে বারে বারে সুখেরই ছোঁয়াতে আমাকে
রাঙাতে পারো যদি এসো একবার তুমি যে আমার
ওগো, তুমি যে আমার তুমি যে আমার ওগো, তুমি
যে আমার ও সঙ্গী, ও সঙ্গী ও সঙ্গী,
ও সঙ্গী ও সঙ্গী, ও সঙ্গী ও সঙ্গী, ও
সঙ্গী