Album: Amar Rat Pohalo
Singer: Ratna Mukhopadhyay
Music: Rabindranath Thakur
Lyrics: Rabindranath Thakur
Label: Gaan Faan
Released: 2021-10-05
Duration: 04:18
Downloads: 2670
আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো
বাঁশি, বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে? আমার
রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো তোমার
বুকে বাজল ধ্বনি বিদায়গাথা, আগমনী, কত যে তোমার বুকে
বাজল ধ্বনি বিদায়গাথা, আগমনী, কত যে ফাল্গুনে শ্রাবণে, কত
প্রভাতে রাতে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার
রাত পোহালো যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে যে কথা রয়
প্রাণের ভিতর অগোচরে গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে
সময় যে তার হল গত নিশিশেষের তারার মতো
হল গত শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে আমার
রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো