Album: Amar Sara Deho
Singer: Andrew Kishore
Music: Imtiaz Bulbul
Label: Anupam Recording Media
Released: 2017-07-24
Duration: 03:40
Downloads: 5348
আমার সারা দেহ খেয়ো গো মাটি এই চোখ দু′টো
মাটি খেয়ো না আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো, মিটবে না তারে এক জনমে ভালবেসে
ভরবে না মন, ভরবে না আমার সারা দেহ
খেয়ো গো মাটি ও রে ইচ্ছে করে বুকের
ভেতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে
আমায় কোনো দিনও ছেড়ে আমি এই জগতে তারে ছাড়া
থাকবো না গো, থাকবো না তারে এক জনমে ভালবেসে
ভরবে না মন, ভরবে না আমার সারা দেহ
খেয়ো গো মাটি ও রে এই না ভূবন
ছাড়তে হবে দু'দিন আগে-পরে বিধি একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে আমি ওই না ঘরে থাকতে একা
পারবো না গো, পারবো না তারে এক জনমে ভালবেসে
ভরবে না মন, ভরবে না আমার সারা দেহ
খেয়ো গো মাটি এই চোখ দু′টো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে না গো,
মিটবে না তারে এক জনমে ভালবেসে ভরবে না মন,
ভরবে না আমার সারা দেহ খেয়ো গো মাটি