Album: Tore Ami Ajo Vulinai
Singer: Andrew Kishore
Music: Mannan Mohammad
Label: Suranjoli
Released: 2020-10-19
Duration: 04:24
Downloads: 2272
তোরে আমি আজও ভুলি নাই রে বন্ধু তোরে আমি
আজও ভুলি নাই রে বন্ধু তোরে আমি মন থেকে
ভুলি নাই আজও আমার দিন কাটে বসে রে
সেই পুকুর ঘাটে আজও আমার দিন কাটে বসে রে
সেই পুকুর ঘাটে তোরে যেথায় প্রথম দেখতে পাই রে
বন্ধু মন থেকে তোর স্মৃতি ভুলি নাই, বন্ধু
তোরে আমি মন থেকে ভুলি নাই পুকুর পাড়ে
বসে থাকি আজও একলা একা কত মানুষ দেখি, শুধু
পাই না তোরই দেখা রে নিষ্ঠুর পাই না তোরই
দেখা পুকুর পাড়ে বসে থাকি আজও একলা একা কত
মানুষ দেখি, শুধু পাই না তোরই দেখা রে নিষ্ঠুর
পাই না তোরই দেখা আজও আমার দিন কাটে
বসে রে সেই পুকুর ঘাটে আজও আমার দিন কাটে
বসে রে সেই পুকুর ঘাটে তোরে যেথায় প্রথম দেখতে
পাই রে বন্ধু মন থেকে তোর স্মৃতি ভুলি
নাই, বন্ধু তোরে আমি মন থেকে ভুলি নাই
নদীর পানি শুকায় গেলে থাকে শুধুই রেখা পারি নাই
রে তোরই মতো ভুলে যাওয়া শেখা রে বন্ধু ভুলে
যাওয়া শেখা নদীর পানি শুকায় গেলে থাকে শুধুই রেখা
পারি নাই রে তোরই মতো ভুলে যাওয়া শেখা রে
বন্ধু ভুলে যাওয়া শেখা আজও আমার দিন কাটে
বসে রে সেই পুকুর ঘাটে আজও আমার দিন কাটে
বসে রে সেই পুকুর ঘাটে তোরে যেথায় প্রথম দেখতে
পাই, রে বন্ধু মন থেকে তোর স্মৃতি ভুলি
নাই, বন্ধু তোরে আমি মন থেকে ভুলি নাই
তোরে আমি আজও ভুলি নাই রে বন্ধু তোরে আমি
আজও ভুলি নাই রে বন্ধু তোরে আমি মন থেকে
ভুলি নাই আজও আমার দিন কাটে বসে রে
সেই পুকুর ঘাটে আজও আমার দিন কাটে বসে রে
সেই পুকুর ঘাটে তোরে যেথায় প্রথম দেখতে পাই রে
বন্ধু মন থেকে তোর স্মৃতি ভুলি নাই, বন্ধু
তোরে আমি মন থেকে ভুলি নাই