Album: Ami Ek Emon Pakhi
Music: Sathi Khan, Kabbik Polash
Lyrics: Kabbik Polash
Label: Sathi Khan
Released: 2022-11-03
Duration: 02:57
Downloads: 136977
আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই
হাসি যেন আমি সুখ নিবাসী আমি এক এমন পাখি
বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ
নিবাসী তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক
দূরে সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে তুমি
তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো
শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে কতটা যন্ত্রণাময় প্রতিরাতে জেগে
থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাঁজে ভাঁজে সাজিয়ে রাখি
আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই
হাসি যেন আমি সুখ নিবাসী এ জীবন শেষ
হয় না, তোমায় ছাড়া ভাল্লাগে না সবকিছু আন্ধার লাগে,
বেঁচে থাকা কী যাতনা এ জীবন শেষ হয় না,
তোমায় ছাড়া ভাল্লাগে না সবকিছু আন্ধার লাগে, বেঁচে থাকা
কী যাতনা আমারে পড়লে মনে তুমিও কাইন্দো গোপনে সুখে
থাইকো, প্রাণের প্রিয়, আমার ভালোবাসা নিয়ো আমি এক
এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন
আমি সুখ নিবাসী আমি এক এমন পাখি বুকেতে কষ্ট
রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী