Album: Ami Eto Je Tomay Bhalobesechhi
Singer: Manabendra Mukherjee
Music: Manabendra Mukherjee
Lyrics: Shyamlal Gupta (Parshad)
Label: Saregama
Released: 2018-01-04
Duration: 03:19
Downloads: 65374
আমি এত যে তোমায় ভালোবেসেছি; আমি এত যে
তোমায় ভালোবেসেছি; তবু মনে হয় - এ যেন
গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না
হৃদয় আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল
চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই, তোমার
অধরে ওগো যে হাসির মধু-মায়া ফোটে ওই; তারা এই
অভিমান বোঝে না আমার, বলে তুমিতো আমায় ভালোবেসেছো। শুধু
আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে
যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি।
তুমিতো জানোনা ওগো তোমার প্রাণের ওই সুরের কাছে
আমার গানের বাণী আহত পাখীর মত লুটায়ে আছে।
তবুও এ মাধবী রাতে আমায় যে মালা তুমি
পড়ালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে;
তারা এ দীনতাটুকু দেখে না আমার, বলে তুমিতো আমায়
ভালোবেসেছো। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন
আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত
যে তোমায় ভালোবেসেছি।