Album: Ami Keboli Swapano
Music: Jayati Chakraborty, Srikanta Acharya, Rabindranath Tagore
Label: Asha Audio Company
Released: 2018-09-25
Duration: 04:46
Downloads: 38491
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে আমি! আমি কেবলই
স্বপন করেছি বপন বাতাসে আমি! তাই আকাশ-কুসুম করিনু চয়ন
হতাশে আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে আমি! INSTRUMENTAL
ছায়ার মতন মিলায় ধরণী কূল নাহি পায় আশার
তরণী ছায়ার মতন মিলায় ধরণী কূল নাহি পায় আশার
তরণী মানস-প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে, আকাশে আমি কেবলই স্বপন
করেছি বপন বাতাসে আমি! INSTRUMENTAL কিছু বাঁধা পড়িল
না শুধু এ বাসনা-বাঁধনে কেহ নাহি দিল ধরা, কেবলই
সুদূর-সাধনে আপনার মনে বসিয়া একেলা অনল-শিখায় কী করিনু খেলা
আপনার মনে বসিয়া একেলা অনল-শিখায় কী করিনু খেলা দিনশেষে
দেখি ছাই হল সব হুতাশে, হুতাশে আমি কেবলই
স্বপন করেছি বপন বাতাসে আমি! তাই আকাশকুসুম করিনু চয়ন
হতাশে আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে আমি!