Album: Asthir Somoy
Singer: Rupankar Bagchi, Iman Chakraborty
Music: Ashu Abhishek
Lyrics: Durba Sen
Label: Amara Muzik
Released: 2020-01-27
Duration: 04:25
Downloads: 89085
অস্থির সময়, কঠিন অসুখ লুকিয়ে কোথায় শিকড় আমার ঝাপসা
অতীত, ক্লান্ত পথিক খুঁজে ফিরি ঘর আমার অস্থির
সময়, কঠিন অসুখ লুকিয়ে কোথায় শিকড় আমার ঝাপসা অতীত,
ক্লান্ত পথিক খুঁজে ফিরি ঘর আমার আমি খুঁজে ফিরি
ঘর আমার কোথায় আমি খুঁজি নিজেকে প্রতি মুহূর্তে
দূরত্ব বাড়ায় দেখা কি হবে নিজের সাথে ছায়াপথ প্রশ্ন
জানায় বারুদের ঘ্রাণে আজ মন খারাপ প্রাণহীন স্থবির,
মনহীন অসাড় ঝাপসা অতীত, ক্লান্ত পথিক খুঁজে ফিরি ঘর
আমার আমি খুঁজে ফিরি ঘর আমার হারানো দিন,
অচেনা পথ বলছে রোজ মিথ্যে সব অনুভূতি উঠেছে নিলামে
স্বপ্নগুলো অচেনা গিয়েছে যা, ফিরবে না তবু আশা বাঁচে
প্রেমেরই নামে এ শহরে আজ শুধু মৃত্যুসাজ অদৃশ্য কাঁটাতার
অস্থির সময়, কঠিন অসুখ লুকিয়ে কোথায় শিকড় আমার
ঝাপসা অতীত, ক্লান্ত পথিক খুঁজে ফিরি ঘর আমার
অস্থির সময়, কঠিন অসুখ লুকিয়ে কোথায় শিকড় আমার ঝাপসা
অতীত, ক্লান্ত পথিক খুঁজে ফিরি ঘর আমার আজও খুঁজে
ফিরি ঘর আমার খুঁজে ফিরি ঘর আমার আজও খুঁজে
ফিরি ঘর আমার