Album: Ami Nishsho Hoye Jabo
Singer: Chandan Sinha
Music: Taposh
Lyrics: Taposh
Label: Universal Music India .
Released: 2015-01-19
Duration: 04:44
Downloads: 14100
তুমি আছো বলে, তারা নেভে জ্বলে(২) সাগরেতে নদী খোঁজে
মোহনা তুমি আছো বলে বাঁচি পৃথিবীতে আমি আছি তুমি
অন্য কারো হতে পারো না আমি নিঃস্ব হয়ে
যাবো জানো না যখন তোমাকে পাবো না(২) চোখে
চোখ পড়লেই চোখ সরে না এত দেখি তবু, মন
ভরে না(২) মায়া মায়া তোমার হাঁসি কথা যেন
মধুঁর বাঁশি আমি পাইনা খোঁজে তোমার তুলনা আমি
নিঃস্ব হয়ে যাব, জানো না যখন তোমাকে পাবো না(২)
ভালোবাসা ছাড়া বলো কে বাঁচে থাকো তুমি থাকো
প্রাণেরই কাছে(২) তুমি আমার ভালোবাসা তুমি আমার আলো
আশা তুমি আমার সে কথা কি মানো না
যখন তোমাকে পাবো না তুমি আছো বলে, তারা
নেভে জ্বলে(২) সাগরেতে নদী খোঁজে মোহনা তুমি আছো বলে
বাঁচি পৃথিবীতে আমি আছি তুমি অন্য কারো হতে পারো
না আমি নিঃস্ব হয়ে যাবো জানো না যখন তোমাকে
পাবো না(২)