Album: Akash Hote Ami Chai
Singer: Nancy
Music: Shouquat Ali Imon
Lyrics: Kabir Bakul
Label: Universal Music India .
Released: 2015-01-19
Duration: 05:41
Downloads: 30819
খোলা আকাশ যেন পরেছে নীল শাড়ি তাকে সাগর যেন
ডেকেছে তার বাড়ি মন বলে তাই আকাশ হতে
আমি চাই যদি সাগর বলে ডেকে যাও আঁচল ঢেউয়ে
মেখে ভেবে উদাস হয়ে যাই আকাশ হতে আমি চাই
খোলা আকাশ যেন পরেছে নীল শাড়ি তাকে সাগর
যেন ডেকেছে তার বাড়ি দিলো সূর্য মেঘের ফাঁকে
উঁকি, নতুন সকাল হলো দেখা আমি বালির বুকে ছবি
আঁকি আপন মনে একা একা দিলো সূর্য মেঘের ফাঁকে
উঁকি, নতুন সকাল হলো দেখা আমি বালির বুকে ছবি
আঁকি আপন মনে একা একা যদি সাগর বলে
ডেকে যাও আঁচল ঢেউয়ে মেখে ভেবে উদাস হয়ে যাই
আকাশ হতে আমি চাই খোলা আকাশ যেন পরেছে
নীল শাড়ি তাকে সাগর যেন ডেকেছে তার বাড়ি
যদি একটু ফুলের ছোঁয়া লাগে, রঙিন আবেশ জাগে প্রাণে
যেন পাখির ডানায় ভেসে ভেসে হারাই সুখের কোনো গানে
যদি একটু ফুলের ছোঁয়া লাগে, রঙিন আবেশ জাগে প্রাণে
যেন পাখির ডানায় ভেসে ভেসে হারাই সুখের কোনো গানে
যদি সাগর বলে ডেকে যাও আঁচল ঢেউয়ে মেখে
ভেবে উদাস হয়ে যাই আকাশ হতে আমি চাই
খোলা আকাশ যেন পরেছে নীল শাড়ি তাকে সাগর যেন
ডেকেছে তার বাড়ি মন বলে তাই আকাশ হতে
আমি চাই যদি সাগর বলে ডেকে যাও আঁচল ঢেউয়ে
মেখে ভেবে উদাস হয়ে যাই আকাশ হতে আমি চাই