Album: O Shathire
Music: Kanak Chapa, Andrew Kishore, Ali Akram Shuvo
Lyrics: Kabir Bakul
Label: Cd Choice
Released: 2019-07-25
Duration: 04:24
Downloads: 12615
ও সাথী, সাথী রে, আমি চিনেছি তোমারে ও সাথী,
সাথী রে, আমি চিনেছি তোমারে যে ভালোবাসায় জীবন
বাঁচে সেই ভালোবাসা চাই তোমার কাছে ও সাথী, সাথী
রে, আমি চিনেছি তোমারে যে ভালোবাসায় জীবন বাঁচে
সেই ভালোবাসা চাই তোমার কাছে ও সাথী, সাথী রে,
আমি চিনেছি তোমারে রেখেছি তোমায় বুকের ভেতর থাকবে
সেখানে হাজার বছর জেনেছি তোমায় এতই আপন ছুটবে না
কভু প্রাণের বাঁধন স্বপ্নে খুঁজেছি আমি যারে মনে হয়
পেয়েছি আজ তারে ও সাথী, সাথী রে, আমি
চিনেছি তোমারে ও সাথী, সাথী রে, আমি চিনেছি তোমারে
কখনও আমায় একা করে বন্ধু, যেও না দূরে
সরে যেখানে থাকি, যতই দূরে খুঁজলে আমাকে পাবে
ফিরে স্বর্গ দিয়েছ তুমি যারে চিরদিন রবে তার অন্তরে
ও সাথী, সাথী রে, আমি চিনেছি তোমারে ও
সাথী, সাথী রে, আমি চিনেছি তোমারে যে ভালোবাসায়
জীবন বাঁচে সেই ভালোবাসা চাই তোমার কাছে ও সাথী,
সাথী রে, আমি চিনেছি তোমারে