Album: Asar Shraban
Singer: Piya Acharya
Music: Bhushan Dua
Lyrics: Bhushan Dua
Label: T-Series
Released: 2010-01-01
Duration: 03:33
Downloads: 14635
আষাঢ় শ্রাবন মানে না তো মন, ঝর ঝর ঝর
ঝর ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে
পড়েছে। আষাঢ় শ্রাবন মানে না তো মন। আষাঢ়
শ্রাবন মানে না তো মন, ঝর ঝর ঝর ঝর
ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আলোর তরীটি বেয়ে
দিন চলে যায়, আধারের মন জ্বলে তারায় তারায়। আলোর
তরীটি বেয়ে দিন চলে যায়, আধারের মন জ্বলে তারায়
তারায়। আমার এ মন কেন শুধু আকুলায়, বরষন
যেন কোথা হয়েছে। তোমাকে আমার মনে পড়েছে। তোমাকে আমার
মনে পড়েছে। আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে।
দিও না কখনও কিছু দিও না আমায়, সবকিছু
পাওয়া হবে পেলে গো তোমায়। দিও না কখনও কিছু
দিও না আমায়, সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।
চোখের জলেতে বেয়ে সুখ এলো তাই, আজ মন
মোহনায় মিশেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে
পড়েছে। আষাঢ় শ্রাবন মানে না তো মন, ঝর
ঝর ঝর ঝর ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে।