Album: Bhalobasha
Music: Bratati Bandyopadhyay, Bipra Bala, Jubin Mitra, Prajna Dutta
Lyrics: Shubodh Sarkar
Label: Kolahal Studio
Released: 2022-08-17
Duration: 02:08
Downloads: 2718
তবু আমি তোমাকেই ভালোবেসে যাবো ভালোবেসে ভালোবেসে যত কষ্ট
পাই যত কষ্ট, তত আমি তোমাকেই চাই তোমাকে পেলাম
কই, আর কবে পাবো তবু আমি তোমাকেই ভালোবেসে যাবো
তোমাকে পাবো না আমি, তোমাকে পাবো না এই
দেশ ছেড়ে আমি কোথাও যাবো না জনম জনম ধরে
ভালবেসে যাবো পূর্ণিমা পাবো না আমি, জ্যোৎস্না তো পাবো
তবু আমি তোমাকেই ভালোবেসে যাবো এক জন্মে সবটুকু
পাওয়া যায় নাকি? আমরা শিশির হয়ে ঘাসে ঘাসে থাকি
এই জন্মে গন্ধ তুমি, পরজন্মে ঘ্রাণ এই জন্মে সুর
তুমি, পরজন্মে গান তুমি নেই, তুমি নেই, তবু ভালোবাসি
আমি যেন পৃথিবীতে বারবার আসি