Album: Bhalobeshe Jodi Sukho Nai
Singer: Dwijen Mukherjee
Music: Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore
Label: Sony Music India / 550 Music
Released: 2019-06-14
Duration: 03:15
Downloads: 10046
ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন তবে কেন মিছে
ভালোবাসা ভালোবেসে যদি সুখ নাহি মন দিয়ে মন পেতে
চাহি মন দিয়ে মন পেতে চাহি ওগো কেন ওগো
কেন মিছে এ দুরাশা ভালোবেসে যদি সুখ নাহি
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা নয়নে সাজায়ে মায়া-মরীচিকা শুধু ঘুরে
মরি মরুভূমে শুধু ঘুরে মরি মরুভূমে ওগো কেন ওগো
কেন মিছে এ পিপাসা ভালোবেসে যদি সুখ নাহি
আপনি যে আছে আপনার কাছে নিখিল জগতে কী
অভাব আছে আপনি যে আছে আপনার কাছে নিখিল জগতে
কী অভাব আছে আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ কোকিল-কূজিত কুঞ্জ
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায় এ কী ঘোর প্রেম
অন্ধ রাহুপ্রায় বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায় এ কী ঘোর
প্রেম অন্ধ রাহুপ্রায় জীবন যৌবন গ্রাসে তবে কেন তবে
কেন মিছে এ কুয়াশা ভালোবেসে যদি সুখ নাহি