Album: Bhulini
Music: Borno chakroborty
Lyrics: Borno chakroborty
Label: Huez Studio
Released: 2021-05-20
Duration: 05:14
Downloads: 33033
শত ব্যস্ততার মাঝে আমি খুঁজি তোমায় চলে গেছ, সে
তো পুরোনো কথা তবুও ভাবি তোমায় এখনও আমি
জেগে উঠি মধ্যরাতে এখনও শুধু খুঁজি তোমাকে ভুলিনি তোমাকে
আমি এখনও খুব বেশি ভালোবাসি, ভালোবাসি এখনও মনে
পড়ে সেই রেস্তোরাঁর মাঝে কত কথা এখনও হাঁটি আমি
সেই পথে, যে পথে হতো দেখা এখনও মনে পড়ে
সেই রেস্তোরাঁর মাঝে কত কথা এখনও হাঁটি আমি সেই
পথে, যে পথে হতো দেখা আজ নেই তুমি
আমার কাছে চলে গেছ বহুদূরে চাই না ফিরে আসো
আর চাই না ভালোবাসো আবার তবুও আজও ভাবি তোমায়
অন্ধকারের মাঝে আমি খুঁজি তোমায় চলে গেছ, সে
তো পুরোনো কথা তবুও ভাবি তোমায় এখনও আমি
কাঁদি মাঝে মাঝে এখনও শুধু ডাকি তোমাকে (ভুলিনি তোমাকে
আমি) (এখনও খুব বেশি ভালোবাসি, ভালোবাসি)