Album: Boka Pakhi
Music: Borno chakroborty
Lyrics: Borno chakroborty
Label: Huez Studio
Released: 2021-04-18
Duration: 03:52
Downloads: 4853
দরজা খোলা রেখেছি তুমি আসবে বলে তবে কেন দাঁড়িয়ে
আছো সেই দরজাটাতে যদি না আসো তবে কেন
বোকা পাখিটা আজ উড়ে গেল যদি না আসো তবে
কেন বোকা পাখিটা আজ উড়ে গেল মনের ভুলে
জানলা খুলে আঁকিবুঁকি চলছিলো হটাৎ করে বোকা পাখিটা ঘরে
এসে ঢুকে গেল মনের ভুলে জানলা খুলে আঁকিবুঁকি
চলছিল হটাৎ করে বোকা পাখিটা ঘরে এসে ঢুকে গেল
সব জেনেও, সব বুঝেও পাখিটাকে ভালো লেগেছিল জানা
ছিল তার আমি শুধু যে তোমার তাই সে হারালো
দরজা খোলা রেখেছি তুমি আসবে বলে তবে কেন
দাঁড়িয়ে আছো সেই দরজাটাতে যদি না আসো তবে
কেন বোকা পাখিটা আজ উড়ে গেল যদি না আসো
তবে কেন বোকা পাখিটা আজ উড়ে গেল