Album: Bondhu Tumi Amar
Singer: Milu, Shakila
Music: Ahmed Imtiaz Bulbul
Label: AZ Entertainment
Released: 2017-07-25
Duration: 05:04
Downloads: 18463
তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে
দুঃখে হেসে যাবো বকুলের মত ঝরিয়া মরনা তুমি বন্ধু
আমার চির সুখে থাকো আমি প্রেমের ও বাগিছার মালী
হয়ে মালা গেঁথে ছিলাম তারে পড়াবো বলে সেই মালা
খানি হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চির সুখে
থাকো কাগজের ফুলে কভু ভ্রমর আসেনা মরা গাছে কখনও
ফুল ফুটে না কাগজের ফুলে কভু ভ্রমর আসেনা মরা
গাছে কখনও ফুল ফুটে না কলমের কালি যদি ফুরিয়ে
যায় জীবনের খাতা শূন্য থেকে যায় আমি লিখবো কোথায়
তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে
দুঃখে হেসে যাবো বকুলের মত ঝরিয়া মরনা তুমি বন্ধু
আমার চির সুখে থাকো ভালবাসা যদি হয় মিছে ভরসা
আশা নিয়ে থাকা হল শুধু দূর আশা ভালবাসা যদি
হয় মিছে ভরসা আশা নিয়ে থাকা হল সুধু দূর
আশা জীবনের মায়া ছেড়ে যদি ছলে যাই প্রেমের সমাধি
গড়ে দিয়ো বলে যাই আমি শুধু বলে যাই তুমি
বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে
হেসে যাবো বকুলের মত ঝরিয়া মরনা তুমি বন্ধু আমার
চির সুখে থাকো আমি প্রেমের ও বাগিছার মালী হয়ে
মালা গেঁথে ছিলাম তারে পড়াবো বলে সেই মালা খানি
হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চির সুখে থাকো