Album: Chheleder Val Lage Na
Music: Ariyoshi Synthia, Apu Debnath, Avi Roy
Lyrics: Ariyoshi Synthia
Label: Ariyoshi Synthia
Released: 2023-06-12
Duration: 03:40
Downloads: 1065
It′s Ariyoshi What's Wrong With You? ছেলেরা সুযোগ
বুঝে সদ্ব্যবহার করে ঠিক এক পাখি উড়ে গেলে পাতবে
জাল অন্যদিক ঘুম থেকে উঠে শুরু প্রেম-পিরিতির Proposal WhatsApp,
Facebook-এতে কেঁদে শোনায় মনের হাল যতই করো নাটকবাজি
হবো না তো আমি রাজি তাই তো বলছি বারে
বার বার বার বার বার ছেলেদের ভাল্লাগে না
আর, যা ফুটে যা ছেলেদের ভাল্লাগে না আর, যা
ফুটে যা ছেলেদের ভাল্লাগে না আর, যা না (যা,
যা) সামনে সেজে সাধু দেখায় মিথ্যে কথার জাদু
Zero হয়ে দেখায় Hero চাল প্রতি রাত হলে বসে
মাতালরা চাতালে বলে, 'ভাই, আর একটু ঢাল' (আরে, ঢাল
না) সামনে সেজে সাধু দেখায় মিথ্যে কথার জাদু
Zero হয়ে দেখায় Hero চাল প্রতি রাত হলে বসে
মাতালরা চাতালে বলে, 'ভাই, আর একটু ঢাল' যতই
করো নাটকবাজি হবো না তো আমি রাজি তাই তো
বলছি বারে বার বার বার বার বার ছেলেদের
ভাল্লাগে না আর, যা ফুটে যা ছেলেদের ভাল্লাগে না
আর, যা ফুটে যা ছেলেদের ভাল্লাগে না আর
বাজলে প্রেমের বাজা হবে মনটা পুড়ে ভাজা তাই তো
প্রেমের নেবো না রে চাপ আস্তে করে কাটো, বাবু,
Side চেপে হাঁটো এবার আমায় করো তুমি মাফ (side
Please) বাজলে প্রেমের বাজা হবে মনটা পুড়ে ভাজা
তাই তো প্রেমের নেবো না রে চাপ আস্তে করে
কাটো, বাবু, Side চেপে হাঁটো এবার আমায় করো তুমি
মাফ যতই করো নাটকবাজি হবো না তো আমি
রাজি তাই তো বলছি বারে বার বার বার বার
বার ছেলেদের ভাল্লাগে না আর, যা ফুটে যা
ছেলেদের ভাল্লাগে না আর, যা ফুটে যা ছেলেদের ভাল্লাগে
না আর আরে দাদা, প্রণাম নেবেন