Album: Nacho To Dekhi
Music: Ariyoshi Synthia
Lyrics: Ariyoshi Synthia
Label: Ariyoshi Synthia
Released: 2021-10-26
Duration: 02:58
Downloads: 5010
সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি
সোহাগ চাঁদ, এই নাচো তো দেখি কেন লজ্জাবতীর
মতো করে ঘোমটা টেনে থাকো? সব লজ্জা-শরম আজ তুমি
শিকেয় তুলে রাখো লোক-লাজেতে আর কতকাল নিজে দেবে ফাঁকি
লোক-লাজেতে আর কতকাল নিজে দেবে ফাঁকি সোহাগ চাঁদ,
সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি বালা, নাচো
তো দেখি, বালা, নাচো তো দেখি বালা, নাচো তো
দেখি সোহাগ চাঁদ ঢঙ দেখে আর বাঁচি না
তুই নতুন তালে নাচ, তোর নিজের সুরে বাঁচ
এই প্রাণপাখি তোর উড়তে চায় রে, খাঁচা খুলে রাখ
তোর কিসের এত শরম? কেন সইবি কারো গরম? DJ-′র
তালে দুলে একবার হাতটা হাতে রাখ সোহাগ চাঁদ
সোহাগ চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি সোহাগ চাঁদ
বদনী, ধনি নাচো তো দেখি বালা, নাচো তো দেখি,
বালা, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি সোহাগ
চাঁদ এত যতন করে তোমায় বলো কে বোঝাতে
পারে? তুমি নিজেই নিজের গুরু তোমার নিজেরই অন্তরে কেন
বারে বারে তুমি নিজেকে দেবে ফাঁকি? বারে বারে তুমি
নিজেকে দেবে ফাঁকি সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ সোহাগ
চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী
ধনি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি, বালা,
নাচো তো দেখি বালা, নাচো তো দেখি সোহাগ চাঁদ
অনেক হলো, এবার থামো তো দেখি