Album: Chhrodinee Tumi Je Aamar
Singer: Kishore Kumar
Music: Bappi Lahiri
Lyrics: Pulak Bandhopadhyay
Label: Ishtar Music Pvt. Ltd.
Released: 2000-08-14
Duration: 06:53
Downloads: 63927
চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই ||
আমি আছি, সেই যে তোমার, তুমি আছো সেই আমারই।
সঙ্গী... সঙ্গী... আমরা অমর সঙ্গী। এত কাছে রয়েছো
তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন
আপন আমার যে আর কেউ নাই || আমি কি
গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী... সঙ্গী...
আমরা অমর সঙ্গী। এ জীবন ফুরিয়ে যেদিন পাব
এক নতুন জীবন, সেদিনও হবে একাকার, দুজনার এই দুটি
মন || হৃদয়ের সব কবিতা ঝরে পড়ে ছন্দকারে।
চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই ||
আমি আছি, সেই যে তোমার, তুমি আছো সেই আমারই।
সঙ্গী... সঙ্গী... আমরা অমর সঙ্গী।