Album: Chokher Najar Kam Hole Aar
Singer: Shyamal Mitra
Music: Sudhin Dasgupta
Lyrics: Sudhin Dasgupta
Label: Saregama
Released: 1997-05-01
Duration: 03:09
Downloads: 13564
চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কী হবে?
চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কী হবে?
রূপ যদি না থাকে, সখী, গরব কেন তবে?
রূপ যদি না থাকে, সখী, গরব কেন তবে?
কাজল দিয়ে কী হবে? মন যদি না মানিক
হল মন যদি না মানিক হল, কণ্ঠে দিয়ে মণিহার
চোখ ভোলানো যায় গো শুধু, মন ভোলানো যায় না
আর নকল সোনা হৃদয়েতে, আগুন দিলে কী রবে?
নকল সোনা হৃদয়ে তে, আগুন দিলে কী রবে?
কাজল দিয়ে কী হবে? চোখের নজর কম হলে আর
কাজল দিয়ে কী হবে? নদীতে ডুব দিয়ে, সখী,
মুক্তো যদি পেতে চাও নদীতে ডুব দিয়ে, সখী, মুক্তো
যদি পেতে চাও সারাজীবন ডুবতে হবে, মিলবে না সে
মুক্তো তাও মিলবে না সে মুক্তো তাও মানিক
যদি না হয় রে মন মানিক যদি না হয়
রে মন, মনের মানুষ আসবে না রূপের ছটায় যে
জন ভোলে, সে জন ভালোবাসবে না গুণ যদি
না থাকে, সখী, ফুরাবে রূপ হায় যবে গুণ যদি
না থাকে, সখী, ফুরাবে রূপ হায় যবে কাজল
দিয়ে কী হবে? চোখের নজর কম হলে আর কাজল
দিয়ে কী হবে?