Album: Dana Kata Pori
Singer: Anirban Bhattacharya
Music: Nancy, Milon, Ayon Chaklader
Lyrics: Snehashish Ghosh
Label: Cd Choice
Released: 2019-04-10
Duration: 04:16
Downloads: 3850
তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাতেখড়ি তুই যে আমার
খুব আদরের ডানাকাটা পরী তোকে দেখে হয়েছে মনে প্রেমের
হাতেখড়ি পৃথিবীতে তুই আমার, আর আমি শুধু তোরই
কোথায় তোকে লুকোই, আমি এই ভাবনায় মরি তুই যে
আমার খুব আদরের ডানাকাটা পরী তোকে দেখে হয়েছে
মনে প্রেমের হাতেখড়ি পৃথিবীতে তুই আমার, আর আমি শুধু
তোরই চলতে চলতে হঠাৎ করে সেই দিনের সেই
প্রথম দেখায় মনটা যেন হারিয়ে গেল খুঁজে পাওয়া ছিল
দায় ও, আজকে তবে একটা কথা বলছি সরাসরি
তুই যে আমার খুব আদরের ডানাকাটা পরী তোকে
দেখে হয়েছে মনে প্রেমের হাতেখড়ি পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু তোরই চোখ দুটো তোর মায়ায় ভরা
হাসিটা এ হৃদয় কাড়ে একটা মানুষ এত সুন্দর কেমন
করে হতে পারে? এই হৃদয়ে ছিল যত আশার
ছড়াছড়ি আজকে যে তা পূরন হলো, সেই খুশিতে মরি
তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাতেখড়ি তুই যে
আমার খুব আদরের ডানাকাটা পরী যে স্বপ্ন এঁকেছি
চোখে আমি বরাবরই আজকে যে তা পূরন হলো, সেই
খুশিতে মরি তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাতেখড়ি
পৃথিবীতে তুই আমার, আর আমি শুধু তোরই তুই
যে আমার খুব আদরের ডানাকাটা পরী পৃথিবীতে তুই আমার,
আর আমি শুধু তোরই তুই যে আমার খুব আদরের
ডানাকাটা পরী