Album: Ei Lobhinu Songo Tobo
Singer: Paroma Dasgupta
Music: Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore
Label: ThinkTrek
Released: 2016-03-03
Duration: 05:02
Downloads: 23786
এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর এই লভিনু
সঙ্গ তব, সুন্দর হে সুন্দর পুণ্য হলো অঙ্গ মম,
ধন্য হলো অন্তর সুন্দর হে সুন্দর এই লভিনু সঙ্গ
তব, সুন্দর হে সুন্দর আলোকে মোর চক্ষুদুটি মুগ্ধ
হয়ে উঠলো ফুটি আলোকে মোর চক্ষুদুটি মুগ্ধ হয়ে উঠলো
ফুটি হৃদগগনে পবন হলো সৌরভেতে মন্থর সুন্দর হে সুন্দর
এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর
এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত এই তোমারি মিলনসুধা
রইল প্রাণে সঞ্চিত এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত
এই তোমারি মিলনসুধা রইল প্রাণে সঞ্চিত তোমার মাঝে
এমনি করে নবীন করি লও যে মোরে তোমার মাঝে
এমনি করে নবীন করি লও যে মোরে এই জনমে
ঘটালে মোর জন্ম-জনমান্তর সুন্দর হে সুন্দর এই লভিনু
সঙ্গ তব, সুন্দর হে সুন্দর পুণ্য হলো অঙ্গ মম,
ধন্য হলো অন্তর সুন্দর হে সুন্দর এই লভিনু সঙ্গ
তব, সুন্দর হে সুন্দর