Album: Ei To Bhalo Legechhilo
Singer: Hemanta Kumar Mukhopadhyay
Music: Rabindranath Tagore, Hemanta Kumar Mukhopadhyay
Lyrics: Rabindranath Tagore
Label: Saregama
Released: 2005-03-31
Duration: 03:34
Downloads: 23689
এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায় এই
তো- শালের বনে খ্যাপা হাওয়া, এই তো আমার মনকে
মাতায় এই তো- রাঙা মাটির রাস্তা বেয়ে হাটের
পথিক চলে ধেয়ে ছোটো মেয়ে ধুলায় বসে খেলার ডালি
একলা সাজায় সামনে চেয়ে এই যা দেখি চোখে আমার
বীণা বাজায় এই তো- আমার এই যে বাঁশের
বাঁশি, মাঠের সুরে আমার সাধন আমার মনকে বেঁধেছে রে
এই ধরণীর মাটির বাঁধন আমার- নীল আকাশের আলোর ধারা
পান করেছে নতুন যারা সেই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি,
নিয়েছি মোর দু′চোখ পুরে আমার বীণায় সুর বেঁধেছি ওদের
কচি গলার সুরে এই তো- লাগল ভালো, মন
ভোলালো, এই কথাটাই গেয়ে বেড়াই লাগল ভালো- দিনে রাতে
সময় কোথা, কাজের কথা তাই তো এড়াই লাগল ভালো-
মজেছে মন, মজল আঁখি, মিথ্যে আমায় ডাকাডাকি ওদের
আছে অনেক আশা, ওরা করুক অনেক জড়ো আমি কেবল
গেয়ে বেড়াই, চাই নে হতে আরো বড়ো এই তো-
এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়
এই তো-