Album: Ekta Premer Gaan Likhechi
Singer: Jeet Gannguli, Prasen
Music: Jeet Gannguli, Prasen
Lyrics: Prasen
Label: Surinder Films Pvt. Ltd.
Released: 2017-10-24
Duration: 03:54
Downloads: 870080
একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি
মাঝরাতে বদনাম হয়েছে মন যেই না চোখের ইচ্ছে হলো
তোর পাড়াতেই থাকতে গেল ডাকনামে তোর ডাকতে গেল মন
কী করি এমন অসুখে জমেছে মরণ এ বুকে
ও, একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর
নাম লিখেছি মাঝরাতে বদনাম হয়েছে মন কী করি
এমন অসুখে ও, জমেছে মরণ এ বুকে যা
চাওয়ার চেয়ে নে যা পাওয়ার নিয়ে নে যা হওয়ার
হয়ে নে আজকে এ দিন বেসামাল তোর স্বস্তি নাজেহাল
দেখে কষ্ট হলো কাল ঝড়টাকে ও, তাই তো
প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝরাতে
বদনাম হয়েছে মন যেই না চোখের ইচ্ছে হলো তোর
পাড়াতেই থাকতে গেল ডাকনামে তোর ডাকতে গেল মন
কী করি এমন অসুখে জমেছে মরণ এ বুকে
যা বলার বলে যা যা করার করে যা যা
ভাবার ভেবে যা আমাকে এই মনের কারণে যাই হাজার
বারণে চাই হাওয়ায় উড়াতে ইচ্ছেটাকে ও, তাই তো
প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝরাতে
বদনাম হয়েছে মন যেই না চোখের ইচ্ছে হলো তোর
পাড়াতেই থাকতে গেল ডাকনামে তোর ডাকতে গেল মন
কী করি এমন অসুখে জমেছে মরণ এ বুকে