Album: Ghum Parani Bondhu
Singer: F A Sumon
Label: 2655543 Records DK
Released: 2022-08-05
Duration: 05:01
Downloads: 57335
আমার ঘুম পারানি বন্ধু তুমি কোন আসমানের তাঁরা (কোন
আসমানের তাঁরা) কোন আসমানে জ্যোৎস্না বিলাও এই আসমান টা
ছাড়া আমার ঘুম পারানি বন্ধু তুমি কোন আসমানের তাঁরা
কোন আসমানে জ্যোৎস্না বিলাও এই আসমান টা ছাড়া
ঘুণে ধরে কাঁচা বাসে প্রেম অবুঝ মনে ষোল আনাই
দুঃখ দিলা চাইর আনার জীবনে মেঘের মতোন মেঘের মতোন
উড়ে উড়ে অন্তরটারে খালি করে করলা দিশাহারা আমার
ঘুম পারানি বন্ধু তুমি কোন আসমানের তাঁরা কোন আসমানে
জ্যোৎস্না বিলাও এই আসমান টা ছাড়া আমার ঘুম পারানি
বন্ধু তুমি কোন আসমানের তাঁরা হু... জল কাঁদে
ঢেউয়ে ঢেউয়ে পরাণ কাঁদে একা জল কাঁদে ঢেউয়ে ঢেউয়ে
পরাণ কাঁদে একা কি আশা তে বুক ভাসাইলাম অন্তর
কাঁদে খাঁ-খাঁ আমার পাঁজর ভেঙে-চুরে হৃদয় থেকে গেলে সরে
করলা পাগল পাড়া আমার ঘুম পারানি বন্ধু তুমি
কোন আসমানের তাঁরা কোন আসমানে জ্যোৎস্না বিলাও এই আসমান
টা ছাড়া আমার ঘুম পারানি বন্ধু তুমি কোন আসমানের
তাঁরা হু... ফুল ফোটে শাখায় শাখায় ব্যাথা ধরে
বুকে ফুল ফোটে শাখায় শাখায় ব্যাথা ধরে বুকে কি
প্রেমেতে মন মাতাইলা অশ্রু ঝরে চোখে আমার আসমান করে
আন্ধার সুখের নিদ্রা হবে কী তোমার বন্ধু আমায় ছাড়া
আমার ঘুম পারানি বন্ধু তুমি কোন আসমানের তাঁরা
কোন আসমানে জ্যোৎস্না বিলাও এই আসমান টা ছাড়া ঘুণে
ধরে কাঁচা বাঁশে প্রেম অবুঝ মনে ষোল আনাই দুঃখ
দিলা চাইর আনার জীবনে মেঘের মতন মেঘের মতন
উড়ে উড়ে অন্তরটারে খালি করে করলা দিশাহারা আমার
ঘুম পারানি বন্ধু তুমি কোন আসমানের তাঁরা কোন আসমানে
জ্যোৎস্না বিলাও এই আসমান টা ছাড়া আমার ঘুম পারানি
বন্ধু তুমি কোন আসমানের তাঁরা