Album: Jaadu Re
Music: F A Sumon, Faruk ahmed Sumon
Lyrics: Shohag Waziullah
Label: G Series
Released: 2014-07-12
Duration: 04:52
Downloads: 20062
জাদু রে, জাদু রে, এ কেমন ভালোবাসা? বুকটা করে
খাঁখাঁ আমার, অন্তর হারায় দিশা জাদু রে, জাদু রে,
এ কেমন ভালোবাসা? বুকটা করে খাঁখাঁ আমার, অন্তর হারায়
দিশা দূরের মানুষ হইয়া গেলা চোখে রাইখা প্রেমের
নেশা জাদু রে, জাদু রে, এ কেমন ভালোবাসা?
বুকটা করে খাঁখাঁ আমার, অন্তর হারায় দিশা আমি
কি আর বুঝিতাম প্রেম, রাধা-কৃষ্ণের লীলা? চাঁদনি রাতে বন্ধুর
সাক্ষাৎ তুমি তো শিখাইলা তুমি তো শিখাইলা, জাদু রে
মনে মনে কেমনে বান্ধে আশা জাদু রে, জাদু
রে, এ কেমন ভালোবাসা? বুকটা করে খাঁখাঁ আমার, অন্তর
হারায় দিশা তুমি তো সেই বাগিচার ফুল, কাঁটাতে
যে ভরা তোমার মনের মালী হইয়া প্রেমেতে হইলাম মরা
তুমি তো মারিলা, জাদু রে বুকেতে বাড়াইয়া প্রেম-পিপাসা
জাদু রে, জাদু রে, এ কেমন ভালোবাসা? বুকটা করে
খাঁখাঁ আমার, অন্তর হারায় দিশা জাদু রে, জাদু রে,
এ কেমন ভালোবাসা? বুকটা করে খাঁখাঁ আমার, অন্তর হারায়
দিশা দূরের মানুষ হইয়া গেলা চোখে রাইখা প্রেমের
নেশা জাদু রে, জাদু রে, এ কেমন ভালোবাসা?
বুকটা করে খাঁখাঁ আমার, অন্তর হারায় দিশা