Album: Halka Halka
Singer: Shaan, Anwesha
Music: Dabbu
Lyrics: Prasen
Label: T-Series
Released: 2015-11-21
Duration: 05:18
Downloads: 139042
শুধু তকেই ভালবাশতেই চাই শুধু তকেই ঘিরে বাঁচতে চাই
কেনো ঘুমিয়ে থাকি তোকে জরিয়ে ছবি লুকিয়ে রাখি
তোকে জানতে না দিয়ে তোর আর আমার এই
হালকা হালকা প্রেমে দে আজ ঘুম ভাঙিয়ে তোর আর
আম এই ঠান্ডা ঠান্ডা প্রেমে দে আজ ভুল ভাঙিয়ে
আমায় দিলে সারা শুরুর পথে চলে যাই এমন
দিশেহারা তোকে পলকে হারাই কেনো তকেই ভাবি আর সন্ধে
হয় ছবি সাজানো কথা আর তা তো মিথেনয়
তোর আর আমার এই হালকা হালকা প্রেমে দে আজ
ঘুম ভাঙিয়ে তোর আর আম এই ঠান্ডা ঠান্ডা প্রেমে
দে আজ ভুল ভাঙিয়ে কেনো হলো এমন আসায়
বসে থাকি রোজ সামনে চলে এলে শব্দের হচ্ছে নিখজ
কেনো ঘুমিয়ে থাকি তাকে জরিয়ে ছবি লুকিয়ে রাখি তোকে
জানতে না দিয়ে তোর আর আমার এই হালকা
হালকা প্রেমে দে আজ ঘুম ভাঙিয়ে তোর আর আম
এই ঠান্ডা ঠান্ডা প্রেমে দে আজ ভুল ভাঙিয়ে