Album: Mon Bechara
Singer: Shaan, Shweta Pandit
Music: Suddho Roy
Lyrics: Prasen
Label: Grassroot Entertainment Pvt. Ltd.
Released: 2016-09-29
Duration: 03:58
Downloads: 357650
মন আমার প্রেমের ঘোরে ঘর ছাড়া মনটা তোর অল্প
বেশি মুখ চোরা মন আমার স্বপ্ন এলে বর্তে যায়
মনটা তোর কারণ ছাড়া মরতে চায় খুনসুটি খুনসুটি
মনের ভিতর চুপিচুপি দিয়ে গেলে ইশারা হাঁটাহাঁটি পায়ে পায়ে
মনের ভেতর হঠাৎ মুষলধারা মন বেচারা ছন্নছাড়া সঙ্গে
আছে তোর তুই তাকালে কিনবে আকাশ কিনবে এ শহর
মন বেচারা ছন্নছাড়া সঙ্গে আছে তোর তুই তাকালে
কিনবে আকাশ কিনবে এ শহর বন্ধ কোনো অন্ধকারে
থমকে ছিল মন চিনলো আলো, মন্দ-ভালো তুই এলি যখন
বন্ধ কোনো অন্ধকারে থমকে ছিল মন চিনলো আলো,
মন্দ-ভালো তুই এলি যখন হয়রানি হয়রানি মনের ভেতর
কানে কানে দিয়ে গেল বলে তুই এলে, তুই এলে
মনের ভেতর নদীতে আগুন জ্বলে মন বেচারা ছন্নছাড়া
সঙ্গে আছে তোর মন বেচারা ছন্নছাড়া সঙ্গে আছে তোর
তুই তাকালে কিনবে আকাশ কিনবে এ শহর কত
কত রাত জেগেছি তোকে খোঁজার ছল আজকে হঠাৎ ঘুম
ভাঙ্গালি ছিলি কোথায়, বল কত কত রাত জেগেছি
তোকে খোঁজার ছল আজকে হঠাৎ ঘুম ভাঙ্গালি ছিলি কোথায়,
বল খুনসুটি খুনসুটি মনের ভেতর চুপিচুপি দিয়ে গেলে
ইশারা হাঁটাহাঁটি পায়ে পায়ে মনের ভিতর হঠাৎ মুষলধারা
মন বেচারা ছন্নছাড়া সঙ্গে আছে তোর মন বেচারা ছন্নছাড়া
সঙ্গে আছে তোর তুই তাকালে কিনবে আকাশ কিনবে এ
শহর