Album: Howrah Gele Gele Gele Ganga Par Hote Hobe
Singer: Chandrabindoo
Music: Surajit, Shiby
Lyrics: Chandrabindoo
Label: T-Series
Released: 2011-08-08
Duration: 03:54
Downloads: 1896
আমরা তো কিচ্ছু চাই নি আর কিচ্ছু চাই নি
আর কিচ্ছুটি চাই নি আমরা চেয়েছি শুধু বিকেলের
ঠেক Picnic এ পরকীয়া, Crissmass এ Cake স্পর্শকাতর স্থানে
ফোঁড়া হলে স্যাক ব্যাস, আর কিচ্ছু চাই নি আমরা
তো কিচ্ছু চাই নি আর কিচ্ছু চাই নি আর
কিচ্ছুটি চাই নি রাস্তায় থুতু ফেলা, রাস্তায় হিসি
সস্তায় কেনাকিনি পরাগ Policy ধুলোর গয়না আর টেরাকোটা দুল
Park Street মোড় থেকে কবরের ফুল Poster এ সুন্দরী
হেসেই আকুল শুনসান রাজপথে ছুটে যায় গাড়ি তারে
একা মেলা থাকে ভুলে যাওয়া শাড়ি শুনশান রাজপথে ছুটে
যায় গাড়ি তারে একা মেলা থাকে ভুলে যাওয়া শাড়ি
Tusion সেরে তুমি একা ফিরো বাড়ি আমি একদিন,
আমি একদিন যাবো শুধু সামনে দাড়াবো ছুঁয়ে দিবো কপালের
চুল ব্যাস, আর কিচ্ছু চাই নি আমরা চেয়েছি
শুধু রঙ্গিন মাজন ভিট-ভিটে ভানু আর বাঘা ভজ্জন ভাইফোঁটা
পিষে গেলে পাড়াতুতো বোন ব্যাস, আর কিচ্ছু চাই নি
আমরা তো কিচ্ছু চাই নি আর কিচ্ছু চাই নি
আর কিচ্ছুটি চাই নি বাজারের ধারে বাকি দোকানের
দেনা নেয় রাতে ফিন খায় আমাকে চিনে না Private
Crircus এ ভানুমতির খেল আকাশের ঝাড়বাতি, বাকালের রেল এবং
দিনের শেষে আছোলা বিকেল সিরিয়ালে মুখ নিয়ে ঢুলে
যায় পাড়া কাঁচঘরে নিভে এলো কচুরি-সিঙ্গারা সিরিয়ালে মুখ নিয়ে
ঢুলে যায় পাড়া কাঁচঘরে নিভে এলো কচুরি-সিঙ্গারা আঁচলে সন্ধে
মুছে একা বাড়ি ফিরা আমি একদিন, আমি একদিন যাবো
পথ আটকে দাড়াবো ছুঁয়ে দিবো ব্যাথার জরুল ব্যাস, আর
কিছু চাই নি আমরা তো কিচ্ছু চাই নি
আর কিচ্ছু চাই নি আর কিচ্ছুটি চাই নি আমরা
তো কিচ্ছু চাই নি আর কিচ্ছু চাই নি আর
কিচ্ছুটি চাই নি আমরা তো কিচ্ছু চাই নি
আর কিচ্ছু চাই নি আর কিচ্ছুটি চাই নি আমরা
তো কিচ্ছু চাই নি আর কিচ্ছু চাই নি আর
কিচ্ছুটি চাই নি আমরা তো কিচ্ছু চাই নি
আর কিচ্ছু চাই নি আর কিচ্ছুটি চাই নি
(আমরা তো কিচ্ছু চাই নি) (আর কিচ্ছু চাই নি)
(আর কিচ্ছুটি চাই নি)