Album: Hoyto Tomari Jonyo
Singer: Argha Banerjee
Music: Argha Banerjee
Lyrics: Argha Banerjee
Label: Amara Muzik
Released: 2018-01-05
Duration: 03:19
Downloads: 15020
শহরতলির Canvas-এ Cappuccino-′র Cup হঠাৎ ফেলে ঠোঁট ছোঁয়ায় মাটির
ভাঁড়ের তাপ বাদল দিনে বন্ধ ফোনে বন্ধ কলতান শুনছে
কানে চিলেকোঠায় জলের ফোঁটার গান আমি কথা খুঁজে
পাবো হয়তো তোমার জন্য আজ আবার আমি ছবি রাঙিয়ে
দেবো হয়তো তোমার রঙেতে আবার নাগাল পাওয়া স্বপ্নেরা,
বাস্তবের সব গল্পেরা পেলো অন্ত্যমিল এ শহরের বুকে ও,
দিনের শেষে একলা তাই একলা স্টেশন যেই পেরোই তোর
দমকা হাওয়া আমার চোখে-মুখে ও, নাগাল পাওয়া স্বপ্নেরা,
বাস্তবের সব গল্পেরা পেলো অন্ত্যমিল এ শহরের বুকে দিনের
শেষে একলা তাই একলা স্টেশন যেই পেরোই তোর দমকা
হাওয়া আমার চোখে-মুখে আমি আকাশ খুঁজে নেবো হয়তো
তোমার জন্য আজ আবার আমি দু'হাত বাড়িয়ে দেবো হয়তো
তোমার দিকেতে আবার