Album: Jadur Shohor
Music: Chirkutt, Sharmin Sultana Sumi, Pinto Ghosh, Emon Chowdhury, Pavel Areen
Lyrics: Sharmin Sultana Sumi
Label: G Series
Released: 2013-08-01
Duration: 06:16
Downloads: 316
কবি হাসে, টাকা ভাসে গঙ্গাবুড়ির শহরে কবি হাসে, টাকা
ভাসে গঙ্গাবুড়ির শহরে আসমানী, তুই কাঁদিস কেন অট্টালিকার
বাহারে (বাহারে) মিছে হাসি, মিছে কান্না পথে পথে আড়ালে
(আড়ালে) ও, Green Signal, Red Wine দেয়ালে, দেয়ালে
এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকা রে এ
শহর জাদুর শহর প্রাণের শহর, আহা রে নিয়নের
রাস্তায় স্বপ্নের ভোর হয় মিছিলের নগরী, অমৃত আশ্রয় অলি
থেকে গলিতে, গলি ছেড়ে রাজপথ শহুরে চৌকাঠ, বিবাগী জনমত
এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকা রে
এ শহর জাদুর শহর প্রাণের শহর, আহা রে
জাদুকর হেঁটে যায়, ঘুম উচ্ছন্নে Whistle-এ বোকা কাক রাতভর
হন্যে ললনা, ছলনা, শহরের বুকে চিড় Poster, Plaster, ফুটপাত
অস্থির এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকা
রে এ শহর জাদুর শহর প্রাণের শহর, আহা রে
কবি হাসে, টাকা ভাসে গঙ্গাবুড়ির শহরে কবি হাসে,
টাকা ভাসে গঙ্গাবুড়ির শহরে আসমানী, তুই কাঁদিস কেন
অট্টালিকার বাহারে (বাহারে) মিছে হাসি, মিছে কান্না পথে পথে
আড়ালে (আড়ালে) ও, Green Signal, Red Wine দেয়ালে, দেয়ালে
এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকা রে
এ শহর জাদুর শহর প্রাণের শহর, আহা রে