Album: Jake Mon Chaye
Singer: Arunasish Roy, Sayani Palit
Music: Prajna Dutta
Lyrics: Saswati Bandyopadhyay, Sayani Palit
Label: Amara Muzik
Released: 2019-07-16
Duration: 03:57
Downloads: 24542
যাকে মন চায়, সে কেন চায় না আমায়? তবে
কী করে দিন-রাত যায়? যাকে মন চায়, সে কেন
চায় না আমায়? তবে কী করে দিন-রাত যায়?
সারা দিন ঘুরে ফিরে কাজে অকাজে রাতের গভীরে সে
সুর বড়ো বেশি বাজে সারা দিন ঘুরে ফিরে কাজে
অকাজে রাতের গভীরে সে সুর বড়ো বেশি বাজে
সে কেন চায় না আমায়? সে কেন চায় না
আমায়? সে কেন চায় না আমায় পায় না আমায়?
কেন আর সকাল আলো? জ্বালো, শুধু দুঃখ জ্বালো
কেন আর সকাল আলো? জ্বালো, শুধু দুঃখ জ্বালো
সে দিনে আলো কালো ভালো লাগে না ভালো সে
দিনে আলো কালো ভালো লাগে না ভালো তবু
অবুঝ মন খুঁজে বেড়ায়ে অকারণ যদি সে আসে এখন
যাকে মন চায় সে কেন চায় না আমায়? তবে
কী করে দিন রাত যায়? দিন রাত যায়
দিন রাত যায় দিন রাত যায়