Album: Alor Chithi
Music: Shusmita Anis, Mahtim Sakib, Menon Khan
Lyrics: Robiul Islam Jibon
Label: New Music Paradigm Company
Released: 2022-09-08
Duration: 03:29
Downloads: 1043
তোমার ওই মন যদি আমায় ভালোবাসে আঁধার সরে গিয়ে
আলোর চিঠি আসে সুখের কারণ তুমি দুঃখের বারণ
তুমি থাকতে চাই আমি রোজ তোমার আশেপাশে তোমার
ওই মন যদি আমায় ভালোবাসে আঁধার সরে গিয়ে আলোর
চিঠি আসে আমার আমি ভাসি হায় তোমার অবুঝ
মায়ায় তুমিময় দিনগুলো আমার ভুবন রাঙায় তুমি নামের
ভাবনায় নিশিদিন কেটে যায় আনমনা মন শুধু তোমারই পরশ
চায় সুখের কারণ তুমি দুঃখের বারণ তুমি থাকতে
চাই আমি রোজ তোমার আশেপাশে তোমার ওই মন
যদি আমায় ভালোবাসে আঁধার সরে গিয়ে আলোর চিঠি আসে
তোমার ওই মন যদি আমায় ভালোবাসে আঁধার সরে
গিয়ে আলোর চিঠি আসে