Album: Jani Dekha Hobe
Music: Sneha Bhattacharya
Lyrics: Sneha Bhattacharya
Label: JMR MUSIC STUDIO
Released: 2021-01-18
Duration: 02:50
Downloads: 5431
জানি দেখা হবে রাতজাগা ঘুমে জানি দেখা হবে রাতজাগা
ঘুমে স্বপ্নে আমার থাকবে তুমি জানি না পাওয়ার
প্রয়োজন দামি জানো আঁকা আছে ছবি আজ তোমার কেন
ভালোবাসে মন আজ অন্ধকার জানি দেখা হবে
ফিরবে না জানি কোনোদিন তোমার ফেরা কেন শর্তহীন অভ্যাসে
থেকে গেছ তুমি কিছু বেরঙিন কথা অর্থহীন অভিনয়
তাই ভালোবাসা, কাছে আসা, পাশে আসা অভিনয় তাই ভালোবাসা,
কাছে আসা, পাশে আসা অভিমান কেন ডাকে আজ তোমায়
হেরে যায় মন বারে বারে শূন্যতায় জানি দেখা
হবে রাতজাগা ঘুমে জানি দেখা হবে রাতজাগা ঘুমে
স্বপ্নে আমার থাকবে তুমি জানি না পাওয়ার প্রয়োজন দামি
জানো আঁকা আছে ছবি আজ তোমার কেন ভালোবাসে মন
আজ অন্ধকার জানি দেখা হবে