Album: Jalchobi
Singer: Raghab Chatterjee
Music: Writik Mukherjee
Lyrics: Writik Mukherjee
Label: IX Music Studio
Released: 2021-11-09
Duration: 05:31
Downloads: 12538
জলছবি জোছনায় রঙতুলি সীমানায় দল ভারী করেছে রাত
এলোমেলো ধূসরে মেঘ সারি প্রহরে একফালি রয়েছে চাঁদ
এভাবে আকাশের নীল রঙ মুছে দিয়ে মন পায় দুঃখের
বরাত এভাবে আকাশের নীল রঙ মুছে দিয়ে মন পায়
দুঃখের বরাত জলছবি জোছনায় রঙতুলি সীমানায় দল ভারী
করেছে রাত ফেলে আসা আয়নায়, অগোছালো বিছানায় ছড়িয়ে
ছিটিয়ে রাখা ভুলগুলো পিছু চায় আড়ি পাতে এখনো বেসামাল
পুরোনো না রাখা কথার ভিড়ে স্মৃতিগুলো ছিন্ন বাড়িয়ে দু′হাত
বলে, 'আয়, ফিরে আয়' জলছবি জোছনায় রঙতুলি সীমানায়
দল ভারী করেছে রাত এ শহরে দাঁড়ালে মুখোশের
আড়ালে বিপন্ন প্রেম ঘোরে একমুঠো আদরে নিজেকেই ভাঙছো, নিজেকেই
দুষছ তোমার প্রাপ্তি কাঁদে, তুমিও তা মানছো অবহেলায় সুখ,
ভোর আসে না জলছবি জোছনায় রঙ তুলি সীমানায়
দল ভারী করেছে রাত এলোমেলো ধূসরে মেঘ সারি
প্রহরে একফালি রয়েছে চাঁদ এভাবে আকাশের নীল রঙ
মুছে দিয়ে মন পায় দুঃখের বরাত এভাবে আকাশের নীল
রঙ মুছে দিয়ে মন পায় দুঃখের বরাত জলছবি
জোছনায় রঙতুলি সীমানায় দল ভারী করেছে রাত এলোমেলো
ধূসরে মেঘ সারি প্রহরে একফালি রয়েছে চাঁদ