Album: Jani E Bhul
Singer: Arati Mukherjee
Music: Anal Chatterjee
Lyrics: Probodh Ghosh
Label: Saregama
Released: 1990-12-31
Duration: 03:15
Downloads: 1068
জানি ভুল করেছি আমি তবু ক্ষমা করো আমায় আমায়
যদি ভালো নাও বাসো মিথ্যে করে না হয় একটু
হাসো জানি ভুল করেছি আমি তবু ক্ষমা করো
আমায় আমায় যদি ভালো নাও বাসো মিথ্যে করে
না হয় একটু হাসো যাবেনা তুমি কোন স্বপ্ন
দেশে তবু আমি যাবো তোমার সাথে কল্পনাতে একা একা
জানব তুমি আছো পাশে। জানি ভুল করেছি আমি তবু
ক্ষমা করো আমায় আমায় যদি ভালো নাও বাসো মিথ্যে
করে না হয় একটু হাসো রাতের আকাশে তোমার ই
ছবি তোমারই স্মৃতি কেন আমায় কাদায় শুধু ভাবায় তোমাকে
চায় জানব তুমি আছ পাশে।