Album: Janina Janina
Music: Oyshee, Imran
Lyrics: Robiul Islam Jibon
Label: Laser Vision
Released: 2015-02-03
Duration: 04:40
Downloads: 69639
বলনা সাথী বলনা কত থাকব আমি তোর আশায় ওহহহ
বলনা সাথী বলনা কত থাকব আমি তোর আশায় তোর
বিহনে আসেনা ঘুম দুটি চোখেরই পাতায়। ওহহো তোরে ছাড়া
থাকা যায়না, ওরে আয়না কাছে আয়না, দূরে গেলে যাই
যে পুড়ে একি শিহরণ. . জানিনা জানিনা আমি কি
যে করি এখন, বুঝিনা বুঝিনা তোর মনটা পাব কখন।
জানিনা জানিনা আমি কি যে করি এখন, বুঝিনা বুঝিনা
তোর মনটা পাব কখন। ঘুম ঘুম স্বপনে শুধু
তোরই বসবাস, তোকে লিখে দিয়েছি মনেরই নীল আকাশ। ওহহহ
ঘুম ঘুম স্বপনে শুধু তোরই বসবাস, তোকে লিখে দিয়েছি
মনেরই নীল আকাশ। ওহহো তোরে ছাড়া থাকা যায়না, ওরে
আয়না কাছে আয়না, দূরে গেলে যাইযে পুড়ে একি শিহরণ.
. জানিনা জানিনা আমি কি যে করি এখন বুঝিনা
বুঝিনা তোর মনটা পাব কখন। জানিনা জানিনা আমি কি
যে করি এখন বুঝিনা বুঝিনা তোর মনটা পাব কখন।
সুখ সুখ আবেশে বুনি তোরই মায়াজাল, যাস যদি
দূরে লাগে যে বড় বেসামাল। সুখ সুখ আবেশে বুনি
তোরই মায়াজাল, যাস যদি দূরে লাগে যে বড় বেসামাল।
ওহহো তোরে ছাড়া থাকা যায়না, ওরে আয়না কাছে
আয়না, দূরে গেলে যাইযে পুড়ে একি শিহরণ. . জানিনা
জানিনা আমি কি যে করি এখন বুঝিনা বুঝিনা তোর
মনটা পাব কখন। জানিনা জানিনা আমি কি যে করি
এখন বুঝিনা বুঝিনা তোর মনটা পাব কখন।