Album: Janmadin
Singer: Kishore Kumar
Music: Hemanta Kumar Mukhopadhyay
Lyrics: Gauri Prasanna Mazumder
Label: Saregama
Released: 2018-07-27
Duration: 03:33
Downloads: 35805
জন-জন-জন-জন-জন্মদিন ধিন-কেটে-কেটে-তাক-ধিন-কেটে-ধিন Omelette, Chocolate, Fry Fish, Cutlet টপাটপ, গবাগব,
নিন খেয়ে নিন Happy Birthday To You Happy
Birthday To You Happy Birthday To You, You Happy
Happy Birthday To You ফিসফাস, ফুসফাস, প্রাণ করে
হাঁসফাঁস ফিসফাস, ফুসফাস, প্রাণ করে হাঁসফাঁস সবুর যে আর
প্রাণে সইছে না হ্যাংলার মতো শুধু হাপাচ্ছে ফুসফুস খাবার
কথা তো কেউ কইছে না এসব রিমি চাল,
তার সাথে ছোলা ডাল পেটে ঢুকে হয়ে যাবে খিচুড়ি
প্রাণ করে খাই-খাই, খেয়ে মরে যেতে চাই আর তো
বাসনা নেই কিছুরই তা-থৈ তা-থৈ নাচে আহ্লাদে প্রাণ
নাচে খাবারটা নিয়ে এসো জলদি Pudding-এ বলো তো দেখি
লঙ্কা কতটা আছে অম্বলে দিয়েছো তো হলদি? আসুন,
মিছেই দেরী করছেন ক্ষিদের জ্বালাতে মিছে মরছেন ভদ্রতা, Etiquette,
মানিতে চায় না পেট ক্ষিদের চোটেতে মাথা করে ঝিনঝিন
জন-জন-জন-জন-জন্মদিন ধিন-কেটে-কেটে-তাক-ধিন-কেটে-ধিন Omelette, Chocolate, Fry Fish, Cutlet টপাটপ,
গবাগব, নিন খেয়ে নিন Happy Birthday To You,
You, You Happy Birthday To You, You, You Happy
Birthday To You, You Happy Happy Birthday To You
পেটে ছুঁচো মারে ডন, ঘোরে মাথা বনবন পেটে
ছুঁচো মারে ডন, ঘোরে মাথা বনবন কেউ তো তবুও
খানা আনছে না ক্ষিদের জ্বালায় প্রাণ করে শুধু আনচান
পেটটা ধৈর্য আর মানছে না টেবিলেতে সাজানো কাঁটা
আর চামচে খেতে যদি নাহি দাও, দেবো আমি খামচে
শেষকালে যদি আমি খেতে কিছু নাহি পাই পটল তুলিবো
আমি খেয়ে Ovaltine, No Anadin, No, No Iodine!
হরি বোল, হরি বোল, হরি বোল, হরি বোল হরি
বোল বোল বোল, হরি বোল বোল বোল হরি বোল
বোল বোল, হরি বোল বোল বোল