Album: Je Chilo Amar Swaponocharini
Singer: Srabani Sen
Music: Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore
Label: Times Music
Released: 2016-09-03
Duration: 05:15
Downloads: 21268
... Music ... যে ছিল আমার স্বপনচারিণী তারে বুঝিতে
পারি নি। তারে বুঝিতে পারি নি। যে ছিল আমার
স্বপনচারিণী তারে বুঝিতে পারি নি। তারে বুঝিতে পারি নি।
দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে এএএ ওগো॥ যে ছিল
আমার স্বপনচারিণী ... Music ... শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা
আমার ঢাকিলে এএ গো, শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার
ঢাকিলে এএ গো, তোমারে সহজে পেরেছি বুউঝিতে এ-এএএএ॥ যে
ছিল আমার স্বপনচারিণী ... Music ... কে মোরে ফিরাবে
অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহার প্রেমের বেদনায়, আমার
মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে, কে মোরে
ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহার প্রেমের বেদনায়,
আমার মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে, ...
Music ... এ নিরন্তর সংশয়ে হায় এ নিরন্তর সংশয়ে
হায় পারি নে যুঝিতে-- আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥
ওগো যে ছিল আমার স্বপনচারিণী তারে বুঝিতে পারি নি।
তারে বুঝিতে পারি নি।