Album: Jeo Na Dakhindware
Singer: Srikanta Acharyya
Music: Ekalabya
Lyrics: Ekalabya
Label: Shemaroo Entertainment Audio
Released: 2000-08-26
Duration: 05:01
Downloads: 103477
যেয়ো না দক্ষিণদ্বারে, বাতাস তোমায় উড়িয়ে নেবে যেয়ো না
দক্ষিণদ্বারে, বাতাস তোমায় উড়িয়ে নেবে চেয়ো না আকাশ
পানে চেয়ো না আকাশ পানে, সূর্য তোমায় পুড়িয়ে দেবে
যেয়ো না দক্ষিণদ্বারে, বাতাস তোমায় উড়িয়ে নেবে যেয়ো
না দেখো না আজ চাঁদের মুখ দেখো না
আজ চাঁদের মুখ, কলঙ্ক যে পিছু নেবে কলঙ্ক যে
পিছু নেবে রেখো না হাত ঘুমের ঘোরে, স্বপ্ন
কখন উদাস হবে যেয়ো না দক্ষিণদ্বারে, বাতাস তোমায়
উড়িয়ে নেবে যেয়ো না ভিজো না আজ শ্রাবণধারায়
ভিজো না আজ শ্রাবণধারায়, বৃষ্টি তোমার চোখ ভেজাবে বৃষ্টি
তোমার চোখ ভেজাবে ডেকো না আজ এমন করে,
এ চোখ আবার পথ হারাবে যেয়ো না দক্ষিণদ্বারে,
বাতাস তোমায় উড়িয়ে নেবে চেয়ো না আকাশ পানে
চেয়ো না আকাশ পানে, সূর্য তোমায় পুড়িয়ে দেবে
যেয়ো না দক্ষিণদ্বারে, বাতাস তোমায় উড়িয়ে নেবে যেয়ো না
দক্ষিণদ্বারে, বাতাস তোমায় উড়িয়ে নেবে