Album: Swapno To Keu Dekhche Na
Singer: Srikanta Acharyya
Music: Banikantha
Lyrics: Subha Dasgupta
Label: Shemaroo Entertainment Audio
Released: 2000-08-26
Duration: 04:23
Downloads: 80820
না রে, সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না
না রে, সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না
চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে ছুটছে শুধু, যাচ্ছে
কোথায়, কে জানে চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে ছুটছে
শুধু, যাচ্ছে কোথায়, কে জানে না রে, সাহস
করে স্বপ্ন তো কেউ দেখছে না না রে, সত্যি
কথা মুখ ফুটে কেউ বলছে না চলছে জীবন
ভুল ঠিকানার সন্ধানে ছুটছে শুধু, যাচ্ছে কোথায়, কে জানে
চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে ছুটছে শুধু, যাচ্ছে কোথায়,
কে জানে আয় ঘুম, যায় ঘুম, ঘুম আয়,
স্বপ্ন রাতবিরেতে, রাতবিরেতে চেনা মানুষ যায় না চেনা এই
ভিড়েতে, এই ভিড়েতে আয় ঘুম, যায় ঘুম, ঘুম আয়,
স্বপ্ন রাতবিরেতে, রাতবিরেতে চেনা মানুষ যায় না চেনা এই
ভিড়েতে, এই ভিড়েতে মেঘলা দিনের মতো আঁধার এই
মন ভালোবেসে কাছে কেউ ডাকছে না না রে, সাহস
করে স্বপ্ন তো কেউ দেখছে না না রে, সত্যি
কথা মুখ ফুটে কেউ বলছে না চলছে জীবন
ভুল ঠিকানার সন্ধানে ছুটছে শুধু, যাচ্ছে কোথায়, কে জানে
চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে ছুটছে শুধু, যাচ্ছে কোথায়,
কে জানে নাচছে সবাই, নাচছে সময়, ঘোর কলিকাল,
ঘোর কলিকাল ভরসা কোথায় পাল্টে যাবে এই দিনকাল, এই
দিনকাল নাচছে সবাই, নাচছে সময়, ঘোর কলিকাল, ঘোর কলিকাল
ভরসা কোথায় পাল্টে যাবে এই দিনকাল, এই দিনকাল
ভিড়লো রাতের কালো, ভিড়লো শুধু ভোর হবার গান কেন
কেউ গাইছে না না রে, সাহস করে স্বপ্ন তো
কেউ দেখছে না না রে, সত্যি কথা মুখ ফুটে
কেউ বলছে না চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে
ছুটছে শুধু, যাচ্ছে কোথায়, কে জানে চলছে জীবন ভুল
ঠিকানার সন্ধানে ছুটছে শুধু, যাচ্ছে কোথায়, কে জানে
না রে, সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না
না রে, সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না
চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে ছুটছে শুধু, যাচ্ছে
কোথায়, কে জানে চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে ছুটছে
শুধু, যাচ্ছে কোথায়, কে জানে