Album: Jwalchhobi
Music: Rupankar, Subhamita, Arindam Saha
Label: Asha Audio Company
Released: 2020-12-23
Duration: 04:30
Downloads: 19234
আকাশ কোথায় যে মেশে, সে তো কেউ জানে না
বাতাস কোথায় যে বহে, সে তো কেউ বোঝে না
মেঘের কোথায় ঠিকানা, তা তো কেউ জানে না সাগর
কোথায় যে শেষ হে, হয়তো কেউ বোঝে না
আমার মনের ঠিকানা হয়তো কেউ জানে না এসো, তুমি
খুঁজে দেখো না আকাশ কোথায় যে মেশে, সে
তো কেউ জানে না বাতাস কোথায় যে বহে, সে
তো কেউ বোঝে না মেঘের কোথায় ঠিকানা, তা তো
কেউ জানে না সাগর কোথায় যে শেষ হে, হয়তো
কেউ বোঝে না আমার মনের ঠিকানা হয়তো কেউ
জানে না এসো, তুমি খুঁজে দেখো না আমার
মনেতে, মনের কোণেতে তোমারই জলছবি হৃদয় মোহনা, চাঁদের জোছনা
মিষ্টি আজ সবই মনের মুকুরে, নীল সে সাগরে তুমি
জলপরী তোমার প্রেমেতে আজ মন হারিয়ে এখন কী করি
তোমায় ভালোবেসে আর তো কিছু চাই না তুমি
ছাড়া মন মানে না হয়তো কখনো মেঘের মুলুকে
হবে পরিচয় তোমার পরশে, প্রেমের বরষে জীবন মধুময় আকাশ-বাতাসে
ফুলের সুবাসে আজ যে মনময় সাঁঝের বেলাতে রঙের মেলাতে
আজ যে তুমিময় তোমার মনেরই মাঝে লুকিয়ে আছি
আমি খুঁজে নিয়ো আমার ঠিকানা ও আকাশ কোথায়
যে মেশে, সে তো কেউ জানে না বাতাস কোথায়
যে বহে, সে তো কেউ বোঝে না মেঘের কোথায়
ঠিকানা, তা তো কেউ জানে না সাগর কোথায় যে
শেষ হে, হয়তো কেউ বোঝে না আমার মনের
ঠিকানা হয়তো কেউ জানে না এসো, তুমি খুঁজে দেখো
না এসো, তুমি খুঁজে দেখো না এসো, তুমি
খুঁজে দেখো না