Album: Khanchar Pakhi
Singer: Dev Arijit, Prajna
Music: Rabindra Nath Thakur
Lyrics: Rabindra Nath Thakur
Label: Shree Venkatesh Films Pvt. Ltd.
Released: 2021-05-08
Duration: 03:01
Downloads: 367025
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে
একদা কী করিয়া মিলন হলো দোঁহে কী ছিল বিধাতার
মনে বনের পাখি বলে, 'খাঁচার পাখি ভাই বনেতে
যাই দোঁহে মিলে' খাঁচার পাখি বলে, 'বনের পাখি আয়
খাঁচায় থাকি নিরিবিলে' বনের পাখি বলে, 'না আমি
শিকলে ধরা নাহি দিব' খাঁচার পাখি বলে, 'হায় আমি
কেমনে বনে বাহিরিব' বনের পাখি বলে, 'আকাশ ঘন
নীল কোথাও বাধা নাহি তার' খাঁচার পাখি বলে, 'খাঁচাটি
পরিপাটি কেমন ঢাকা চারিধার' বনের পাখি বলে, 'আপনা
ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে' খাঁচার পাখি বলে, 'নিরালা
কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে' বনের পাখি বলে,
'না সেথা কোথায় উড়িবারে পাই' খাঁচার পাখি বলে, 'হায়
মেঘে কোথায় বসিবার ঠাঁই'