Album: Khoma
Music: F A Sumon, Rohan Raj
Lyrics: N I Bulbul
Label: Sultan Entertainment
Released: 2021-11-12
Duration: 06:00
Downloads: 16965
আগুন ছুঁয়ে করেছি শপথ, প্রিয়তমা কখনও তুমি আমার পাবে
না ক্ষমা আগুন ছুঁয়ে করেছি শপথ, প্রিয়তমা কখনও তুমি
আমার পাবে না ক্ষমা এ প্রতারণায় আমায় নিঃস্ব
করেছো এই মনটা ভেঙে অন্যের হয়েছো প্রতারণায় আমায় নিঃস্ব
করেছো এই মনটা ভেঙে অন্যের হয়েছো তোমারই কারণে
সাজানো জীবনে দুঃখেরই দহন প্রতিরাত প্রতিক্ষণ হৃদয়ে আমার রক্তক্ষরণ
আগুন ছুঁয়ে করেছি শপথ, প্রিয়তমা কখনও তুমি আমার
পাবে না ক্ষমা তোমার হতে পারিনি, বুঝিনি চোখের
ভাষায় বুকটা আমার পোড়ালে তুমি যে কত ব্যথায় ও,
তোমার হতে পারিনি, বুঝিনি চোখের ভাষায় বুকটা আমার পোড়ালে
তুমি যে কত ব্যথায় তোমারই কারণে সাজানো জীবনে
দুঃখেরই দহন প্রতিরাত প্রতিক্ষণ হৃদয়ে আমার রক্তক্ষরণ আগুন
ছুঁয়ে করেছি শপথ, প্রিয়তমা কখনও তুমি আমার পাবে না
ক্ষমা বলেছিলে কোনোদিন হবে না কষ্ট আমার দিলে
তবু যন্ত্রণা, রাখোনি কথা তোমার ও, বলেছিলে কোনোদিন হবে
না কষ্ট আমার দিলে তবু যন্ত্রণা, রাখোনি কথা তোমার
তোমারই কারণে সাজানো জীবনে দুঃখেরই দহন প্রতিরাত প্রতিক্ষণ
হৃদয়ে আমার রক্তক্ষরণ আগুন ছুঁয়ে করেছি শপথ, প্রিয়তমা
কখনও তুমি আমার পাবে না ক্ষমা আগুন ছুঁয়ে করেছি
শপথ, প্রিয়তমা কখনও তুমি আমার পাবে না ক্ষমা